২০১৯-২০ শিক্ষাবর্ষে ছাএছাএীদের একাদশ শ্রেণীতে ভতি আবেদন করা শুরু হবে ১২ মে থেকে এবং সব সরকারি-
বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে,

আগামী ১২ থেকে ২৩ মে পর্যন্ত অনলাইন ও টেলিটক মোবাইল থেকে এসএমএস করে আবেদন করা যাবে।

অনলাইন আবেদন করবেন এই সাইটে গিয়ে xiclassadmission.gov.bd

আবেদন করা যাবে ৩ টি পর্যায়ে ১ম, ২য়, ৩য় পর্যায়ে

যারা ফলপুনঃনিরীক্ষণের আবেদন করেছেন তাদেরকেও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে।

২৪ থেকে ২৬ মের মধ্যে শিক্ষার্থীদের আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি করা হবে। পুনঃনিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে তারা ৩ থেকে ৪ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

পছন্দক্রম পরিবর্তন করা যাবে ৫ জুন থেকে। ১০ জুন প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে।

প্রথম তালিকায় থাকা শিক্ষার্থীদের ১১ থেকে ১৮ জুন সিলেকশন নিশ্চয়ন (যে কলেজের তালিকায় নাম আসবে ওই কলেজেই যে শিক্ষার্থী ভর্তি হবেন তা এসএমএসে নিশ্চিত করা) করতে হবে।

২১ জুন দ্বিতীয় পর্যায়ে এবং ২৫ জুন তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ করা হবে।

দ্বিতীয় পর্যায়ে তালিকায় থাকা শিক্ষার্থীরা ২২-২৩ জুন সিলেকশন নিশ্চয়ন

এবং তৃতীয় পর্যায়ে তালিকায় থাকা শিক্ষার্থীদের ২৬ জুন সিলেকশন নিশ্চয়ন করতে হবে

২৭ থেকে ৩০ জুন শিক্ষার্থী ভর্তি শেষে আগামী ১ জুলাই ক্লাস শুরু হবে।

অনলাইনে ১৫০ টাকা ফি জমা দিয়ে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করা যাবে।

এছাড়া সব নিয়ম নীতিমালা ডাউনলোড করেন এখান থেকে।

তো সবাই ভালো থাকবেন।

ধন্যবাদ

16 thoughts on "২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা ও সময় সূচি জেনে নিন।"

  1. Sohel Rana Contributor says:
    result kobe?
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      6 tarikhe dibe…..
    2. Sohel Rana Contributor says:
      good
    3. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      thanks
  2. T S Contributor says:
    Valo post
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      thanks
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      thanks
  3. Huzaipha12 Contributor says:
    কোন কলেজ এ ভর্তি হওয়ার জন্য কত পয়েন্ট লাগবে সেটা কিভাবে দেখব যদি বলে দিতেন খুব উপকার হতো?
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      sathe thaken peye jaben
  4. স্বপ্ন Author says:
    ভালো পোস্ট।
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
  5. স্বপ্ন Author says:
    প্রতিদিন পোস্ট চাই ভাই।
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      দুয়া করবেন আর সাথে থাকবেন

Leave a Reply