আসসালামুআলাইকুম, আপনাকে ট্রিকবিডিতে স্বাগতম
প্রথম পর্ব দেখতে এখানে ক্লিক করুন (Free Mode)
প্রথম পর্ব দেখতে এখানে ক্লিক করুন (Data Mode)
 

পোস্টের বিষয়ঃ


 ? আমি এর আগের পর্বে দেখিয়েছিলাম কিভাবে FacebookJob খুঁজবেন এবং Apply করবেন.. এই পর্বে দেখাবো কিভাবে আপনি কোন Job এর বিজ্ঞাপণ দিবেন..

চলুন শুরু করা যাকঃ


প্রথমে আগের মতো ফেসবুক এপ এ গিয়ে Jobs অপশনে যাবেন..
এর আগের পর্বে Applied, Saved, Alerts নিয়ে কিছু বলিনি.. আগে এগুলো নিয়ে একটু বলে নিই..

Applied এ আপনি যে কাজগুলোর জন্য Apply করেছেন সেগুলোর লিস্ট দেখতে পাবেন..

Saved এ আপনি কোন জব Save করে রাখলে সেগুলো দেখতে পাবেন..

Alerts এ একটি অপশন আছে.. এটি অন করে দিলে নতুন কোন জব এড করা হলেই নোটিফিকেশন পাবেন..

আপনারা বিজ্ঞাপণ দেওয়ার জন্য Post Job অপশনে ক্লিক করবেন..

আপনি নিচের SS এর মতো একটি ফর্ম দেখতে পাবেন.. আপনার বিজ্ঞাপণ নেওয়ার জন্য অবশ্যই একটি পেজ থাকতে হবে.. আপনি কোন পেজ থেকে বিজ্ঞাপণ দিতে চান সেই পাজ সিলেক্ট করবেন.. চাইলে বিজ্ঞাপণের ফটো চেন্জ করতে পারেন..(ডিফল্ট অবস্থায় পেজের কভার ফটো থাকবে).. Job Title এ কাজের একটা Title দিবেন.. Description এ কাজ সম্পর্কিত বিস্তারিত লিখবেন..কোন শর্ত থাকলে লিখবেন…এরপরে Salary কতো দিতে চান.. Salary ঘন্টায় নাকি দিনে নাকি সপ্তাহে/মাসে/বছরে দিতে চান সেটা সিলেক্ট করবেন.. Location সিলেক্ট করে দিবেন.. কাজ Full Time নাকি Part Time ইত্যাদি সিলেক্ট করে দিবেন..

এরপরে আবেদনকারিকে এক্সট্রা কোন প্রশ্ন করতে চাইলে Additional Questions এ ক্লিক করবেন..

এখানে তিন ধরনের প্রশ্নের সিস্টেম রয়েছে.. Free Text, Yes or No, Multiple Choice..

Yes or No Question এ আপনি কোন প্রশ্ন করলে উত্তর দেওয়ার জন্য Yes এবং No দুটি অপশন থাকবে..

Multiple Choice এ আপনি কোন প্রশ্ন করে সাথে কিছু উত্তর যুক্ত করে দিবেন.. সেগুলোর মধ্যে থেকে যেকোন একটা সিলেক্ট করে উত্তর দেওয়া যাবে..

Free Text এ আপনি কোন প্রশ্ন করলে নিজের ইচ্ছামতো লিখে উত্তর দেওয়া যাবে.. সবকিছু ঠিকঠাকমতো করা হয়া গেলে Create এ ক্লিক করবেন..

হয়ে গেলো বিজ্ঞাপণ দেওয়া..

এখন যদি আপনি বিজ্ঞাপণ বন্ধ করতে চান তাহলে More এ ক্লিক করলে তিনটি অপশন দেখতে পাবেন.. Close Job Post এ ক্লিক করলেই বিজ্ঞাপণ বন্ধ হয়ে যাবে..

এখন এ পর্যন্তই..কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ..

কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন..সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

যেকোন সমস্যায় ফেসবুকে আমিঃ

 

5 thoughts on "ফেসবুকে কাজ খুঁজুন এবং কাজ করে ইনকাম করুন অথবা ফ্রিতে নিজের যেকোনো কাজের বিজ্ঞাপণ দিন [Part-2]"

    1. Parves Hossain Rabby Author Post Creator says:
      Thanks
    1. Parves Hossain Rabby Author Post Creator says:
      Thnq

Leave a Reply