আসসালামু আলাইকুম
আজ আমি আপনাদের এক ব্যাতিক্রম ধর্মি পোস্ট নিয়ে হাজির হয়েছি।
পোস্টটি হলো লজিক গেইট সম্পর্কে।
পোস্টের শুরুতেই বলে রাখছি এটা হলো ধারাবাহিক পোস্ট। আপনারা যদি মনে করেন এই ধরণের পোস্ট ট্রিকবিডিতে দরকার নাই তাহলে আবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমি আর এই ধরণের পোস্ট করবো না। আর যদি মনে করেন দরকার আছে তাহলেও কমেন্টে জানাবেন।
কেন লজিক গেইট(Logic gate) সম্পর্কে জানবোঃ
কারণ হলো লজিক গেইট সম্পর্কে সবারই জানা উচিৎ। বিশেষ করে যারা একাদশ-দ্বাদশ শ্রেণিতে পড়ছেন অথবা ইলেকট্রিকাল, ইলেকট্রনিক্স অথবা এই রকম বিষয়ে পড়ছেন।

চলুন পাঠ শুরু করা যাক
ভূমিকাঃ
আমরা দৈনন্দিন কতোই না কাজে
বৈদ্যুতিক যন্ত্র বা Electronic Device
ব্যবহার করি। সকালে ঘুম থেকে উঠার পর
কাপড় পরিপাটি করবার ইস্ত্রি থেকে শুরু
করে রাতে ঘুমাতে যাবার সময় টিভি, LED
Light, ফ্যান, এসি; তারপর সারাদিন
ডিজিটাল ঘড়ি,অ্যালার্ম ঘড়ি, মোবাইল,
কম্পিউটার, স্পিকার বা সাউন্ড বক্সে গান
তো আছেই। আচ্ছা এই যে টিভি, এসি,
মোবাইল, কম্পিউটার , স্পিকার বা সাউন্ড
বক্স, ডিজিটাল ঘড়ি,অ্যালার্ম ঘড়ি, LED
Light, এর কথা বললাম, এইরকম যন্ত্রগুলো
কাজ করে কিভাবে ? শুধু বৈদ্যুতিক
সংযোগ বা প্লাগ ইন বা ব্যাটারি
লাগালেই কি কাজ করা শুরু করে দেয়???
আমরা জানি প্রত্যেক বৈদ্যুতিক যন্ত্রের মূল
বা আসল বিষয় হল বৈদ্যুতিক বর্তনী বা
Electric Circuit । এই বর্তনীতে থাকে
লজিক্যাল ফাংশন; যেটি যন্ত্রটি কে
নিয়ন্ত্রন করে। আর এই জন্যই যন্ত্রে ব্যবহার

করা হয় লজিক গেইট।

উদাহরণস্বরূপ,
যেখানে আমার চারটি লজিক্যাল অপারেটর এর জন্য দুটি লজিক গেইট লাগে, সরলীকরণের পর দেখা যায় সেখানে
আমার ঐ অপারেটর এর জন্য মাত্র একটি
লজিক গেইট ব্যবহার করলেই হচ্ছে। এতে
আমার অর্থ ও সময়; দুটিই রক্ষা হচ্ছে। আর এই
জন্যই লজিক ফাংশন কে সরলীকরণ করা হয়।

বিস্তারিত পোস্টঃ
প্রথমেই জানা দরকার লজিক গেইট কাকে বলে?
তো চলুন জেনে নেওয়া যাক।
‘যে সকল ডিজিটাল ইলেকট্রিক সার্কিট বুলিয়ান প্রক্রিয়ায় কাজ করে সে সকল সার্কিটকে লজিক গেইট বলে।’
লজিক গেইট ২ প্রকার
→মৌলিক গেইট
→যৌগিক গেইট

★আজকে আমরা শুধু মৌলিক গেইট সম্পর্কে জানবো।
★মৌলিক গেইট ৩ প্রকারঃ
|. অর (OR) গেইট
||.অ্যান্ড (AND) গেইট
|||. নট (NOT) গেইট

♦এবার আসুন গেইট গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই
প্রথমেই অর গেইট সম্পর্কে জানা যাক।
1.অর (or) গেইটঃ অর গেইটের দুইটা বা দুইটার বেশী Input থাকতে পারে। আর Output হবে সেই input গুলোর যৌক্তিক যোগের(Logical Addition) সমান। নিচে চিত্রের মতো Input A,B হলে Output হবে =A+B
♣OR গেটের প্রতিকঃ

♣OR গেটের সত্য সারণি বা ট্রুথ টেবিলঃ

♣ OR গেইট দিয়ে তৈরী একটি বর্তনীঃ

2. অ্যান্ড (AND) গেইটঃ অর গেইটে যেমন ইনপুট অনেক গুলো হতে পারে তেমন অ্যান্ড গেইটেও Input অনেক গুলো হতে পারে। অ্যান্ড গেইটের Output হবে ইনপুট গুলোর যৌক্তিক গুণের(Logical Multiplication) সমান। A ও B দুইটি input হলে অ্যান্ড গেইটের Output হবে =A.B
চিত্রের সাহায্যে ভালো ভাবে বুঝে নিন।
♣AND গেইটের প্রতিকঃ

♣AND গেইটের সত্য সারণী বা ট্রুথ টেবিলঃ

♣AND গেইট দিয়ে তৈরী বর্তনীঃ

3. নট (NOT) গেইটঃ এই গেইটে একটিমাত্র input এবং একটিমাত্র output থাকে। এটি এমন একটি লজিক গেইট যার আউটপুট হবে ইনপুটের উল্ট মান। অর্থাৎ ইনপুট হাই (high) হলে আউটপুট লো (Low) হয় এবং ইনপুট লো (low) হলে আউটপুট হাই (high) হয়। আর আপনারা নিশ্চয় জানেন এই কারণেই নট গেইটকে ইনভার্টার বলা হয়। এই গেটের একটিমাত্র input এবং একটিমাত্র output থাকে।
A যদি ইনপুট হয় তাহলে নট গেটের আউটপুট হবে =ইনর্ভাস্ A
আবার এই গেটে ইনপুট ০ হলে আউটপুট ১ এবং ইনপুট ১ হলে আউটপুট ০ হয়।
নিচে চিত্রের সাহায্যে ভালো ভাবে বুঝে নিন।
♣NOT Gate এর প্রতিকঃ

♣NOT গেইটের সত্য সারণী বা ট্রুথ টেবিল:

♣NOT গেইটের তৈরী একটি বর্তনী:

তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

শেষ মুহূর্তে একটা কথা বলতে চায়, যদি আপনারা লজিক গেইট সম্পর্কে পোস্ট পছন্দ না করেন তাহলে দয়া করে কমেন্টে জানাবেন। তাহলে আমি আর লজিক গেইটের সম্পর্কে পরবর্তী পর্ব গুলো পোস্ট করবো না।
যদি আপনাদের ভালো লাগে তাহলেও জানাবেন দয়া করে।
তাই আপনাদের মতামত আশা করছি।

ধন্যবাদ

31 thoughts on "[part 1] আসুন জেনে নিই লজিক গেইট (Logic gate) সম্পর্কে। বিস্তারিত পোস্টে।"

  1. SHUKUR Contributor says:
    I’m waiting for your next post
    1. Akash101 Author Post Creator says:
      thnx
    2. Akash101 Author Post Creator says:
      please wait
    1. Akash101 Author Post Creator says:
      ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
  2. Malaylayek1 Contributor says:
    চালিয়ে যান ভাই…. খুব ভালো লাগলো পোস্টটা…
    1. Akash101 Author Post Creator says:
      সুন্দর কমেন্টর জন্য ধন্যবাদ
  3. Russell Rana Contributor says:
    চালায় যান??
    1. Akash101 Author Post Creator says:
      ধন্যবাদ
  4. SafiullahArqami Contributor says:
    ধন্যবাদ
    1. Akash101 Author Post Creator says:
      Thanks for nice comment.
  5. Android Brother BD Contributor says:
    Not Gate টা মাথায় ঢুকলো না! এই Gate টা কি বাস্তবে প্রয়োগ সম্ভব? কারণ এই গেইটটা বাস্তবায়ন করতে গেলে তো Positive + Negative হয়ে যাবে। তাহলে তো বর্তনী অচল হয়ে যাবে।
    এটার সম্পর্কে একটু বিস্তারিত লিখুন।

    After all thanks for this great post.

    1. Akash101 Author Post Creator says:
      ভাই আপনার প্রশ্নটি যুক্তিসংগত,,,
      আসলে নট গেটে + এর সাথে একটা রেজিস্টেন্স লাগানো থাকে যার কারণে ইনপুটে ১ দিলে আউটপুটে ০ হয় আবার ইনপুটে ০ দিলে আউটপুটে ১ হয়। আর এই কারণেই বর্তনী অচল হবে না
    2. LogicGate Contributor says:
      bastobe a doroner not gate use kora hoy na!
  6. Arafat160 Contributor says:
    oswam next post taratari den ar bolben akta ic deke bolte parbo kon pin ar ki kaj
    1. Akash101 Author Post Creator says:
      ঠিক আছে,,
  7. Jakir Hossain Contributor says:
    ধারাবাহিকভাবে লিখে যান।
    1. Akash101 Author Post Creator says:
      ধন্যবাদ,,,
      সুন্দর মন্তব্যের জন্য
  8. Imran Natore Author says:
    hummm amro ase ei subject
    1. Akash101 Author Post Creator says:
  9. naeem69 Contributor says:
    অসাধারণ
  10. ibrahim_khalil Contributor says:
    মারাত্মক পোষ্ট ভাই
    এটার দরকার আছে
    1. Akash101 Author Post Creator says:
      Thnx
  11. ibrahim_khalil Contributor says:
    vai aj ict exam
    eita poira exam dite jabo
  12. md mamun rahman sikder Contributor says:
    আরো বিস্তারিত চাই
  13. ভাইয়া কোন ক্লাসে পড়েন? && পোষ্টটা অনেক ভালো লাগছে!
    1. Akash101 Author Post Creator says:
      Thnx
  14. Salim Ahmed Contributor says:
    Vai, vlo post. Chaliye jan.
  15. Shamim Wahid Author says:
    Nice post continue
  16. Shaon Ahmed Siam Contributor says:
    Vai current ar bapara sundor sundor post koren pls…amader learn koren amra to pari na tai valo kora post koren….

Leave a Reply